Advertisement


আগামী বুধবার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, আজ প্রস্তুতি সভা


বার্তা পরিবেশক।।
আগামী ১৬ নভেম্বর বুধবার মহেশখালীর বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ সংলগ্ন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে জরুরী যৌথ প্রস্তুতি সভা আজ ১৩ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হবে।

এতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত মেয়র ও চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সা. সম্পাদকবৃন্দ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং বড় মহেশখালীস্থ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সা. সম্পাদকগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।