সংবাদদাতা।। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী উনিয়ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি অবৈধ বন্দুকসহ ওই এলাকার সন্ত্রাসী নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন- ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে পুলিশ খবর পেয়ে ছোট মহেশখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। মহেশখালী থানার এসআই আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে এসআই মণিষ সরকার, এসআই সজল কুমার নাথ, এ এস আই আলী আকবর, এএসআই আনিসুর রহমানসহ পুলিশের একটি দল ছোট মহেশখালী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুল (৪৫)কে গ্রেফতার করে। বাবুল ওই এলাকার মোহাম্মদ ইসলাম এর পুত্র। প্রথমে স্থানীয় লম্বাঘোনা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে স্বীকারোক্তি মোতাবেক ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়ার সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলা হতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়- এ সন্ত্রাসীর বিরুদ্ধে ইতোমধ্যে পাঁচটি মামলা বিচারাধীন আছে, যার মধ্যে একটি অস্ত্র এবং একটি ডাকাতি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া করছে পুলিশ।