আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ওই নারী কোনো সিজারিয়ান অপারেশন ছাড়াই প্রাকৃতিক উপায়ে ৬ সন্তানের জন্ম দেন ওই গৃহবধু । প্রসব ৬ নবজাতকের পিতা জাহাঙ্গীর আলম। তার বাড়ী উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের দুলা বাপের বাড়ী।
ছয় সন্তানের জননীর চাচা জানান, 'মহান আল্লাহ আমাদেরকে ছয়টি নাতি দিয়েছেন। তিনি আবার নিয়ে গেছেন। আমার মেয়ে সুস্থ্য আছেন এটি শোকরিয়া। যার মধ্যে চারটি ছেলে দুই মেয়ে। '
এদিকে নাজিরহাট সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমে পরিচালক ডা. স্বপন কুমার দত্ত জানান, 'এটি আমার প্রথম শোনা এবং দেখা। আমাদের আবাসিক মেডিকেল অফিসার ও গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা ম্যাডামসহ সংশ্লিষ্টদের প্রচেষ্টার কমতি ছিল না।'