নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীর কুতুবজোমের মেহেরিয়াপাড়া স্থানীয় আব্দু গফুর ও একই এলাকার নুরুল কবিরের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরেই গত ৮ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় মৃত উমর মিয়ার পূত্র আব্দু গফুরহ ৮-৯ জন সন্ত্রাসী নুরুল কবিরের ঘরে ঢুকে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনার ভুক্তভোগী নুরুল কবির মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দিলে তা মিমাংসার উদ্যোগ নেন থানা প্রশাসন।
পরে এই ঘটনার উভয়পক্ষের সালিশকার নিয়ে ঘটনা মিমাংসা করেন মহেশখালী থানার এস আই ফরাজুল ইসলাম।
মিমাংসার ঘটনায় পর আবারও আব্দু গফুরসহ কয়েকজন ভুক্তভোগী নুরুল কবির ও তার মেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী নুরুল কবির ও তার মেয়ে। তারা আরও জানান হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অবগত করে বলে জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এস আই ফরাজুল ইসলাম জানান- বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে শেষ হয়েছে এবং ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পরবর্তীতে এ ঘটনা নিয়ে কোন বিরোধে জড়ালে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।