Advertisement


কালারমার ছড়ায় বিপুল পরিমাণ ইয়াবা লুট, তোলপাড়!


রকিয়ত উল্লাহ।। মহেশখালীর কালারমার ছড়ার অফিস পাড়ায় এক ইয়াবা বিক্রেতা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। 

১৭ ফ্রেবুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় কালারমার ছড়ার অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।  

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান- জনৈক আবু বক্কার নামে এক ব্যক্তি  বিপুল পরিমাণ ইয়াবা বিক্রি করার জন্য কালারমার ছড়ার অফিস পাড়ায় আনলে তার খবর পায় মাসুক। পরে তিনি তার কয়েকজন সঙ্গী নিয়ে ইয়াবাগুলো লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান- অফিস পাড়ায় একটি ইয়াবা লুটের ঘটনা শুনেছি। তবে বিস্তারিত খোঁজ নিতে পারেনি। বিষয়টি থানা প্রশাসনকে অবগত করা হবে এবং ঘটনা সত্য হলে জড়িতের আইনের আওতায় আনার জন্য প্রশাসন প্রতি অনুরোধ করছি

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান- বিষয়টিরখোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।