রইক্ক্যা উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের আনু মিয়ার পুত্র।
এর আগে ১০ জানুয়ারি হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা ঢেউয়াখালী পাহাড়ের উপর মোকাররম নামের এক সিএনজি চালককে কৌশলে পাহাড়ে তুলে তার হাতের কব্জি সম্পূর্ণ কেটে নেয়া হয়। পরে এ নিয়ে মহেশখালী থানায় মামলা হয়। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত আবদুর রহিম প্রকাশ লইক্যা পলাতক ছিল।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রনব চৌধুরী জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা হতে ২৩ মার্চ দুপুর ২টায় সন্ত্রাসী রইক্ক্যাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মহেশখালী আসার সময় সে এক পর্যায়ে সিএনজি চালকের হাতে কেটে নেয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকার করে এবং ব্যবহৃত দা এবং একটি আগ্নেয়াস্ত্র একটি নির্দিষ্ট স্থানে রক্ষিত আছে বলে তথ্য দেয়। এ সময় তার দেওয়া তথ্য এবং স্বীকারোক্তি মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঘটনাস্থল হোয়ানক এলাকার কালালিয়াকাটা ঢেউয়াখালী পাহাড়ের উপর তাকে নিয়ে অভিযান চালিয়ে তার দেখানো মতে ঘটনার সময় ব্যবহৃত ধারালো দা এবং প্লাস্টিকের বস্তা মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সন্ত্রাসী লইক্যাকে উক্ত ঘটনায় গ্রেফতার দেখানোসহ পৃথকভাবে তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা, ডাকাতিসহ গণধর্ষণ মামলা মিলে মোট চারটি মামলানগ্রেফতারি পরোয়ানা মুলতবি অবস্থায় পাওয়া গেছে৷