আশ্চর্যের বিষয় হলেও সত্য যে ভিতরে ছিল জামা কাপড় কিন্তু প্যাকেটের গায়ে লিখা ছিল সাংবাদিক হোবাইবের ভালবাসার ঈদ উপহার। তার এমন উপহার পেয়ে অনেকে খুশি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধন্যবাদও জানিয়েছেন।
এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল (সোমবার) ২৫ শে রমজান সকালে কালারমারছড়াস্থ উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যালয়ে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার পাটিয়েছেন তিনি। এসময় নিজ অর্থায়নে তিনি পর্যাক্রমে ৩০০ জনের মাঝে ভালবাসার উপহার ঈদ বস্ত্র ও ১০০ জনকে নগদ টাকা পৌঁছে দিয়েছেন।
এসময় সাংবাদিক হোবাইব সজীব এক প্রতিক্রিয়ায় বলেন, আমার কাছে ছবি তুলে ফেসবুকে দেয়া টিক মনে হলেনা। কারণ ওরাও মানুষ। ওদের দূর্বলতা বাকিদের দেখিয়ে নিচু করা আমার পক্ষ সম্ভব হয়নি। আমি ছোট পরিসরে শুরু করলাম আগামীতে ইনশআল্লাহ বড় পরিসরে আয়োজন করে ভালবাসার ঈদ উপহার দেওয়া হবে। তিনি সকলের নিকট দোয়া চেয়ে কালারমারছড়াবাসীসহ উপকূলীয়বাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।