Advertisement


মাতারবাড়ি থেকে অস্ত্রসহ নাছির ডাকাত গ্রেফতার


এম বশির উল্লাহ।। মহেশখালীর মাতারবাড়ি থেকে অভিযান চালিয়ে আলোচিত ডাকাত নাছির(৩৩)কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১জুন) ভোরে মাতারবাড়ি রাঙ্গাখালী মইন্যার ঘোনা নামক এলাকার একটি খামার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) ইমরান হোসেনের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করেন।

এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক ও একটি কিরিচ উদ্ধার করা হয় বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

তিনি আরও জানান- গ্রেফতার হওয়া নাছির একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশকে আক্রান্ত মামলাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন। নাছিরের বিরুদ্ধে নতুন ভাবে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নাছির মাতারবাড়ি মাইজপাড়া এলাকার আবু ছৈয়দের পুত্র। তার গ্রেফতারের সংবাদে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।