Advertisement


মাতারবাড়িতে অভিযানে ৩ হাসপাতালকে প্রায় লাখ টাকা জরিমানা


রকিয়ত উল্লাহ।। মহেশখালী উপজেলার মাতারবাড়িতে হাসপাতাল ও প্যাথলজি ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হয়েছে। 

২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নানা অসংগতি ও অনিয়মের কারণে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতাল হাসপাতালকে ২০ হাজার,মাতারবাড়ি মর্ডাণ হাসপাতালকে ৩৫ হাজার ও বাংলা জার্মান সম্প্রীতি হাসপাতালকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাতারবাড়ি প্যাথলজি নামে একটি প্রতিষ্টানকে সীলগালা করে দেওয়া হয়।  বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক।

এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা জানান-  মাতারবাড়িতে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৩ টি প্রাইভেট হাসপাতালে জরিমানা ও ১টি প্যাথলজি সেন্টার সীলগালা করা হয়েছে। পর্যায়ক্রমে মহেশখালী উপজেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।