Advertisement


মহেশখালীতে ট্রলারসহ বিপুল পরিমাণ ইয়াবার চালান আটকঃ অপারেশন চলমান


রকিয়ত উল্লাহ।। সাগরপথে ইয়াবার চালান পাচারকালে মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া উপকূলে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪জনকে আটক করেছে র‍্যাব-১৫।

১১ অক্টোবর (বুধবার) সকালে কুতুবজোমের ঘটিভাঙা ঘাট এলাকা থেকে ট্রলারটি জব্দ করা হয়।  বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর কমান্ডার শাকিল আহমেদ। তিনি জানান- এখনো পর্যান্ত অপারেশন চলমান রয়েছে। অপারেশন শেষে বিস্তারিত জানানো হবে।  

সূত্রে জানা যায় - দীর্ঘদিন ধরে মিয়ানমার-টেকনাফ থেকে সাগরপথে বিশাল বিশাল ইয়াবা চালান এনে মহেশখালীর সোনাদিয়ায় নোঙ্গর করত। সেখান থেকে পরিস্থিতি বুঝে নিরাপদে নৌপথে নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে চালান করত ইয়াবাকারবারিরা।

অবশেষ গোপনসূত্রে খবর পেয়ে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল গত-রাত থেকে নজরে রেখে ভোরে অপারেশন করে ট্রালারসহ বিপুল পরিমাণ ইয়াবা আটক করেছে।

[ এ বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন আসছে ]