Advertisement


কক্সবাজার-২সহ ১৬৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন নেই!


দৈনিক ভোরের পাতা।। আগামী ৭ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দল ও মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। নিজেদের জন্য কমপক্ষে ২৪০ আসন রেখে বাকি ৬০ আসন শরিকদের মধ্যে ভাগ করে দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে গত নির্বাচনের ৩৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছিল, এবার তারা আরো বেশি চাচ্ছেন। তবে আসন সংখ্যা বাড়ানোর জন্য জাতীয় পার্টি দেন-দরবার ও দর কষাকষি করছে। আবার দরকষাকষিতে না মিললে এককভাবে নির্বাচন করারও চিন্তাভাবনা করছে দলটি।


মহাজোটের প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, নবীন-প্রবীণের সম্মিলন ঘটনো হয়েছে এবারের প্রার্থী তালিকায়। অনেক প্রভাবশালী, এমপি-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা বাদ পড়তে যাচ্ছেন। এর মধ্যে ৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া বয়স ও শারীরিক অসুস্থতার কারণে কয়েকজন বাদ পড়ছেন বলে জানা গেছে। তবে বির্তকিত অনেকে এবারও টিকে গেছেন। ইতিমধ্যেই আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত মনোনয়ন পাচ্ছেন এমন প্রার্থীদের কথা জানিয়েছেন। পাশাপাশি কিছু আসনে খালি রাখা হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় এবং নির্ভরযোগ্য সূত্র থেকে এখন পর্যন্ত নৌকার মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন এমন একটি তালিকা ভোরের পাতার হাতে এসেছে। যেখানে দেখা গেছে ১৬৬টি আসনে আগের প্রার্থীদেরেই প্রতিই আস্থা রেখেছে দলটির হাইকমান্ড।

তালিকায় চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন যারা, তাদের মধ্যে রয়েছেন,  মাজহারুল ইসলাম প্রধান (পঞ্চগড়-১), অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২),  ইকবালুর রহিম (দিনাজপুর-৩), অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), শিবলী সাদিক (দিনাজপুর-৬), মো. আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), মোতাহার হোসেন (লালমনিরহাট-১),নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), টিপু মুনশি (রংপুর-৪), এইচএন আশিকুর রহমান (রংপুর-৫), ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), মাহমুদ হাসান রিপন (গাইবান্ধা-৫), সামসুল আলম দুদু (জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), শাহদারা মান্নান  (বগুড়া-১), সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২),  নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫), প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), শাহরিয়ার আলম (রাজশাহী-৬), সহিদুল ইসলাম বকুল (নাটোর-১), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩),  প্রকৌশলী তানভীর শাকিল জয় (সিরাজগঞ্জ-১), ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), ডা. আবদুল আজিজ (সিরাজগঞ্জ-৩), তানভির ইমাম (সিরাজগঞ্জ-৪),  মেরিনা জাহান (সিরাজগঞ্জ-৬), শামসুল হক টুকু (পাবনা-১),, ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১), আ ক ম সারোয়ার জাহান (কুষ্টিয়া-১), মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আলী আজগার টগর (চুয়াডাঙ্গা-২),  তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদহ-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), শেখ আফিল উদ্দিন (যশোর-১), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রণজিৎ কুমার রায় (যশোর-৪), শাহীন চাকলাদার  (যশোর-৫), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), বীরেন শিকদার (মাগুরা-২),বিএম কবিরুল হক মুক্তি (নড়াইল-১), মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), শেখ তন্ময় (বাগেরহাট-২), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), আমিরুল আলম মিলন (বাগেরহাট-৪), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬),  এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪)।

অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), আফজাল হোসেন (পটুয়াখালী-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), এসএম শাহজাদা (পটুয়াখালী-৩),  নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), পংকজ নাথ (বরিশাল-৪), কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম (বরিশাল-৫),   আমির হোসেন আমু (ঝালকাঠি-২),  শ ম রেজাউল করিম (পিরোজপুর-১)।

আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), ইকবাল হাসান সবুজ (গাজীপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), সালমান এফ রহমান (ঢাকা-১),  কামরুল ইসলাম (ঢাকা-২), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), ,সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), শফিউল ইসলাম মহিউদ্দিন (ঢাকা-১০), একেএম রহমতুল্লাহ (ঢাকা-১১), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), ইলিয়াস উদ্দিন মোল্লা (ঢাকা-১৬), মো. এ আরাফাত (ঢাকা-১৭), হাবিব হাসান (ঢাকা-১৮), বেনজীর আহমেদ (ঢাকা-২০), এএম নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), জাহিদ মালেক স্বপন (মানিকগঞ্জ-৩), জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), একেএম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), মঞ্জুর হোসেন (ফরিদপুর-১),  শাহদাব আকবর চৌধুরী লাবু (ফরিদপুর-২),  লে. কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১) ও শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩),নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১), শাজাহান খান (মাদারীপুর-২), আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩),  একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩)।



মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মির্জা আজম (জামালপুর-৩),  ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (জামালপুর-৫)। আতিউর রহমান আতিক (শেরপুর-১), মতিয়া চৌধুরী (শেরপুর-২), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), শরীফ আহমেদ (ময়মনসিংহ-২),  মাওলানা রুহুল আমিন মাদানী (ময়মনসিংহ-৭), আনোয়ারুল আবেদীন খান তুহিন (ময়মনসিংহ-৯), মানু মজুমদার (নেত্রকোনা-১), আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), রেজওয়ান আহমেদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।

ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১),  এমএ মান্নান (সুনামগঞ্জ-৩), মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), একে আবদুল মোমেন (সিলেট-১), হাবিবুর রহমান (সিলেট-৩), ইমরান আহমেদ (সিলেট-৪), মোহাম্মদ শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪), মো. আবদুল মজিদ খান (হবিগঞ্জ-২), মো. আবু জাহির (হবিগঞ্জ-৩), মো. মাহবুব আলী (হবিগঞ্জ-৪)।

বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম (ব্রাহ্মণবাড়িয়া-১), র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মো. এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), সেলিমা আহমাদ মেরি (কুমিল্লা-২), রাজী মোহাম্মদ ফখরুল (কুমিল্লা-৪), প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭),নাসিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৮), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)।

দিদারুল আলম (চট্টগ্রাম-৪), এবিএম ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম-৬), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭),  ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), মহিউদ্দিন বাচ্চু (চট্টগ্রাম-১০), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (চট্টগ্রাম-১৩), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), আবু রেজা নদভী (চট্টগ্রাম-১৫), মোস্তাফিজুর রহমান চৌধুরী (চট্টগ্রাম-১৬), জাফর আলম (কক্সবাজার-১), আশেক উল্লাহ রফিক (কক্সবাজার-২), বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান), রাঙ্গামাটি দীপংকর তালুকদার।