নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত হিসেবে জমা রাখা ২০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত করা হয়।
কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়- কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৬ প্রার্থীর চারজনই জামানত হারাচ্ছেন। এ আসনে ৩ লাখ ৪৮ হাজার ১২৭ ভোটের বিপরীতে ১১৮ কেন্দ্রে ভোট পড়েছে এক লাখ ৩৫ হাজার ৫৬৮টি। এর ৮ ভাগের ১ ভাগ হলে ১৬ হাজার ৯৪৬ ভোট পাওয়া দরকার ছিল ৪ প্রার্থীর। তবে তারা এর ধারে কাছেও যেতে পারেননি। এ আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক ৯৭ হাজার ৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৬১৩ ভোট। ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস (প্রাপ্ত ভোট ২৭৬), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান (প্রাপ্ত ভোট ২২৪), বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ খায়রুল আমিন (প্রাপ্ত ভোট ১৬০) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (এনপিপি ) মাহবুবুল আলম ( প্রাপ্ত ভোট ১৪৮) পেয়ে জামানত হারাচ্ছেন।