র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্ব অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের শারমিন আক্তার বিউটি। এছাড়াও বক্তব্য রাখেন, ব্র্যাকের শাপলাপুরের কেস ওয়ার্কার তছলিমা আক্তার, জান্নাত বেগম, সেলিনা আক্তার, তাজমিয়া আক্তার। পরে বেসরকারী সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধ ও নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৬ জন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন- শাপলাপুর বারিয়াপাড়া সভাপ্রধান সেলিনা আক্তার, কায়দাবাদ ক্যাশিয়ার জান্নাত বেগম, বড় মহেশখালী মিয়াজীর পাড়া সভাপ্রধান সকিনা বেগম, জাগিরাঘোনা সভাপ্রধান রহিমা বেগম, কুতুবজোমের খোন্দকার পাড়া সভাপ্রধান রাজিয়া বেগম ও কামিতার পাড়ার সদস্য গোলাপী আক্তার। এসময় গাছের চারাও বিতরণ করা হয়।