২০ এপ্রিল (শনিবার) পূর্ব আঁধারঘোনা শাহ মজিদিয়া রশিদিয়া ইসলামি কমপ্লেক্স খানেকাহ মসজিদ ও হেরার আলো মাল্টি মিডিয়া বালক-বালিকা হিফজুল কুরআন ইবতেদায়ী নুরানী মাদ্রাসার আয়োজনে বার্ষিক সভা, তরিকত সম্মেলন ও ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে গুণিজন সংবর্ধনা ২০২৪ এ সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মরহুম আলহাজ্ব সুলতান আহমেদ চৌধুরীর মরণোত্তর এ সম্মাননা স্মারক গ্রহণ করেন মরহুমের সুযোগ্য নাতি জাতীয় দৈনিক কালবেলা, দৈনন্দিন ও মহেশখালীর সব খবরে প্রতিনিধি সাংবাদিক রকিয়ত উল্লাহ। এ সম্মাননা স্মারক গ্রহণ করে সাংবাদিক রকিয়ত উল্লাহ এক প্রতিক্রিয়া জানান- আমার দাদার মরণোত্তর সম্মাননা স্মারক গ্রহণ করার অনুভূতি অন্যরকম। গুণিজনদের স্মরণ করে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও অত্র ইউনিয়নে আরও কয়েকজন প্রেসিডেন্ট ও গুণিজনকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।