Advertisement


মহেশখালীতে অনুষ্ঠিত হয়ে গেলো শৈবাল খেলাঘর আসরের 'বৈশাখী উৎসব'


সুব্রত আপন।। 'এসো করি খেলাঘর- এসো গড়ি বাংলাদেশ'  এ স্লোগানকে ধারণ করে কক্সবাজারের মহেশখালীতে শৈবাল খেলাঘর আসরের উদ্যোগে বৈশাখী উৎসব সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ২৭ এপ্রিল মহেশখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত পরিবেশনের মাধ্যমে এ বৈশাখী উৎসব শুরু হয়। উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা সিপিবির সভাপতি কমরেড দীলিপ দাশ।

বৈশাখী উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, প্রধান বক্তা ছিলেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্য ধ্রুব সেন দে,, উদীচী মহেশখালী শাখার সভাপতি আবদুস সালাম বাঙালী, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন, কবি নিলয় রফিক, মহেশখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার মাহবুব আলম। শৈবাল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুব্রত আপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সাইয়্যিদ মঞ্জু।

আনুষ্ঠানে আলোচনা পর্বে বাঙালির স্বাধীনতা ও ঐতিহ্যের সাথে খেলাঘরের যোগসূত্রতা তুলে শিশু- কিশোর সংগঠন হিসেবে খেলাঘরেন গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় গান, আবৃত্তি , নৃত্য সকলকে মুগ্ধ করেছে।