Advertisement


বড় মহেশখালীতে হামলায় গুরুতর আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা


নিজস্ব প্রতিবেদক।। বড় মহেশখালীতে লবণ জমি ও চিংড়ী ঘের দখল-বেদখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিতে গুরুতর আহত মোহাম্মদ ওসমান নামের ৩৮ বছর বয়সী এক যুবক এর মৃত্যু হয়েছে।

সূত্র জানিয়েছে- ৬ মে দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ওসমান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের পূত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই খাইরুল আমিন। তিনি জানান- গত ৪ মে সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রাহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে গুলি করে রক্তাক্ত আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে ও পরে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।  রবিবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এ মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় মহেশখালীর ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।