বার্তা পরিবেশক।। বড় মহেশখালীর নতুন বাজার এলাকায় ব্যস্ততম সড়কের পাশে অল্প জয়গার উপর ছোট ছোট দোকান থাকলেও বর্তমানে এ সব দোকান ভেঙ্গে তাতে মার্কেট গড়ে তোলার উদ্যেগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানে মার্কেট করার মতো জায়গা নেই উল্লেখ করে স্থানীয় সচেতন লোকজন বলেন- অপরিকল্পিত ভাবে এই মার্কেট গড়ে তোলা হলে এই সড়ক দিয়ে চলাচলের উপক্রম থাকবে না বলে সচেতন লোকজনের অভিযোগ।
সচেতন লোকজনের অভিযোগ- বাজারের বড় মসজিদের পাশে এই সড়কটি একসময় বেশ প্রসস্থ থাকলেও বিগত সময় সড়কের দুই পাশে দোকান স্থাপন করতে গিয়ে সড়কের জায়গা সংকির্ণ হয়ে যায়। ফলে বর্তমানে এই সড়কে এক দিকে লোকজনের চরম ভিড় অন্যদিকে সড়ক উপর দোকানের অবস্থান চলে আসায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচলের কোনো সুযোগ নাই বললেই চলে।
(আরও বিস্তারিত আসছে)