Advertisement


মহেশখালী যাওয়ার পথে স্পিডবোট দুর্ঘটনার আপডেট


আপডেট:
সর্বশেষ তথ্যে জানা গেছে- ঘাটের মহেশখালী প্রান্ত থেকে এ ঘটনায় কেউ হতাহত হয়নি মর্মে তথ্য দেওয়া হলেও ঘটনায় একাধিক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। মহেশখালী আসার পথে স্পিডবোট দুর্ঘটনায় অজ্ঞান থাকা এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম ইয়াকুব আলী (৬৭)। তিনি কক্সবাজার সদরের বাসিন্দা। অজ্ঞান আবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, বর্তমানে জ্ঞান ফিরেছে। নাক-মুখ দিয়ে শরীরে অতিরিক্ত পানি প্রবেশের কারণে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকরা জানাচ্ছেন।

 স্থানীয় জেলে ও বোট চালকরা নদী থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।