জামালপুরে ছাত্রলীগের সমাবেশে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার রেলওয়ে স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
কোটাবিরোধী আন্দোলনকারীদের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর রেলস্টেশন চত্বরে সমাবেশ ডাকে জামালপুর শহর ছাত্রলীগ। সমাবেশ চলাকালে কথা কাটাকাটির জেরে তানজিদ নামে এক কর্মী শহর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল শাহরিয়ার নিরবকে ছুরিকাঘাত করে। আহত নিরবকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তানজিদকে আটক করেছে। তানজিদ শহরের শাহপুর তালতলা এলাকার তোফা মিয়ার ছেলে।
সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, হামলাকারী তানজিদকে আটক করেছে পুলিশ এবং মামলার প্রস্তুতি চলছে।