Advertisement


নদীতে যাত্রী নিখোঁজঃ স্রোতের কারণে অনুসন্ধান কাজ ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন


বিশেষ সংবাদদাতা।।
রাতে মহেশখালী-কক্সবাজার নৌপথে মহেশখালী আসার সময় বাঁকখালী নদীর মোহনায় প্রবল স্রোতের তোড়ে একটি যাত্রীবাহী নৌকা থেকে ৪ জন যাত্রী নদীতে ছিটকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাৎক্ষণিক ভাবে ২জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ২জন যাত্রী নিখোঁজ রয়েছে। মহেশখালীর উপজেলা প্রশাসন বলছে- নিখোঁজ ব্যক্তির সন্ধান ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

জানা গেছে- ২২ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার  দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দুর্ঘটনার কবলে পড়া নৌকার যাত্রীরা।

জাহিদুল ইসলাম সাগর নামে দুর্ঘটনার কবলে পড়া নৌকার এক যাত্রী জানান- প্রচণ্ড স্রোতের তোড়ে তাদের বহন করা নৌকা (এক ধরণের গাম বোট) আশঙ্কাজনক ভাবে দুলছিলো। এ সময় তাদের বোটে থাকা ৪জন যাত্রী নদীতে পড়ে যায়। পরে ২জন যাত্রীকে উদ্ধার করা হলেও বাকি ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ২ জনের মধ্যে মোহাম্মদ ছিদ্দিক নামের এক যাত্রীর অবস্থা সংকটাপন্ন বলে জানান তিনি।  

সূত্রে জানা যায় - মহেশখালীর উদ্দেশ্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ৬ নম্বর ঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে রওয়ানা দেন গামবোট হিসেবে পরিচিত এই নৌকাটি। কিছু দুর যাওয়ার পর সাগরের বাঁকখালীর মোহনায় গেলে প্রবল স্রোতের কবলে পড়ে নৌকা থেকে ৪ যাত্রী ছিটকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে মোহাম্মদ ছিদ্দিক ও মোহাম্মদ বেলাল নামের ২ যাত্রীকে উদ্ধার করা হলেও বাকি ২জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ২জনের মধ্যে উপজেলার হোয়ানকের ধলঘাট পাড়ার মোহাম্মদ মনির আহমদ নামে একজনের নাম জানা যাচ্ছে। অন্যজনের জনের নাম জানা সম্ভব হয়নি। তবে এ রিপোর্ট লেখার সময় ঘাটের মহেশখালী অংশে অবস্থান করা মহেশখালীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন জানিয়েছেন এ পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১ জন। তার নাম মনির।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের টিম যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো কাউকে উদ্ধার করার খবর পাওয়া যায়নি।

রাত ১০ টায় এ রিপোর্ট লেখার সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা জানিয়েছেন- যাত্রী নিখোঁজের ঘটনার পরপরই একাধিক বোট নিয়ে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান ও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসন থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে, তবে নদীতে অতিরিক্ত স্রোতের কারণে সঠিক ভাবে কাজ করা দূরহ হয়ে পড়েছে। অনুসন্ধানে থাকা ৪টি বোটের মধ্যে একটি বোটে নিখোঁজের স্বজনরা রয়েছে বলে জানান তিনি।