মহেশখালীতে টানা বৃষ্টিপাত: বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পাহাড় ধস, ক্ষতিগ্রস্ত পানের বরজ
মাহবুব রোকন।। টানা কয়েকদিনে বৃষ্টিপাতে দ্বীপ উপজেলা মহেশখালীতে ক্ষতির পরিমাণ বেড়েছে, গ্রামীণ অবকাঠামোর ক্ষতির পাশাপাশি পাহাড় ধসের ঘটনা ঘটছে। টানা বৃষ্টি ও পাহাড় ধসের কারণে পানের বরজের বেশ ক্ষতি হয়েছে, বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গতকাল পাহাড় ধসে নিহত হয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছে আরও এক তরুণি। তাছাড়া রোববার বৃষ্টির মাধ্যমে মাছ ধরতে যাওয়া এক জেলের সন্ধান মেলেনি। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির এ অবস্থা আরও কিছুদিন থাকতে পারে।
সূত্র জানায়-গত কয়েক দিন ধরে মহেশখালীতে টানা বৃষ্টিপাত হয়ে আসছে। এ অস্থায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ক্ষতি হয়েছে, বিভিন্ন স্থানে কাঁচা সড়ক ও কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মহেশখালীর পাহাড় অংশে বৃষ্টিপাতে ভাঙ্গন ও পাহাড় ধসের ঘটনা ঘটছে। এ অবস্থায় পাহাড়ে বিভিন্ন শষ্য ক্ষেত ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল পাহাড় ধসের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সি নিহত ওই ব্যক্তির নাম আব্দুস শুক্কুর মনু। এ ঘটনায় আহত হয়েছে তার ১৮ বছর বয়সি মেয়ে সন্তান মোস্তারী বেগম। আহত মোস্তারীকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
জানা গেছে- ১৯ আগস্ট (সোমবার) সকাল ১০টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়ার বালাগুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাহাজাহান ফারুল জানান- "সকালে বাড়িতে ভাত খাওয়া অবস্থায় হঠাৎ পাহাড় ধসে এসে বাড়ির রান্না ঘরে মাটি চাপা পড়ে মনু নামের ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার এক মেয়ে গুরুতর আহত হয়।" গতকাল বাদ মগরিব স্থানীয় ভাবে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আহত মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেও জানা গেছে।
এদিকে রোববার বিকেলে টানা বৃষ্টির মধ্যে পাশের সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই জেলের সন্ধান পাওয়া যায়নি।
৪৫ বছর বয়সি নিখোঁজ ওই জেলের নাম মোহাম্মদ ইসমাইল। তিনি মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মৃত সালেহ আহমদের পুত্র।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল এসে খুঁজে গেলেও শেষ পর্যন্ত এই জেলের সন্ধান মেলেনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আওতাধীন মহেশখালী প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়- টানা বৃষ্টিপাতের কারণে মহেশখালীর বিভিন্ন স্থানে বেশ জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বভাবিক হলে সার্বিক ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসেব তৈরি করা হবে।
জেলে নিখোঁজ ও পাহাড় ধসে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা।
তবে ইউএনওসহ প্রশাস সংশ্লিষ্টদের এ নিয়ে কোনো বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
এদিকে গভীর রাতে এ রিপোর্ট লেখার সময়- কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে- কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৃষ্টিপাতের এ অবস্থা আরও কিছুদিন থাকতে পারে।
রিপোর্ট তৈরিতে সহযোগিতা করেছেন রকিয়ত উল্লাহ।