সব খবর ডেস্ক।। মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন বড় মহেশখালীর সন্তান ও কলেজটির সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহেদ মন্নান। উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সই করা এক পত্র সূত্রে এ তথ্য জানা গেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর ২৭ আগস্ট এর এ অফিস আদেশ সূত্রে জানা গেছে- জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ঢাকা'র স্মারক নং-০৭(১৫২৫) জাতীয়:বি:/কঃ/প:/৫৯৪০৯, তারিখ: ২৫/০৬/২০২৩ খ্রি. মোতাবেক এবং বেসরকারী কলেজ শিক্ষকদের চাকুরী শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ ধারা ৪ এর ২(1) অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে ০১ (এক) বছর বা এর অধিক সময় যাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, এ দায়িত্ব পালন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর পরিপন্থি হওয়ায়, তাঁদের উক্ত দায়িত্ব পালনের কোন সুযোগ নেই।
এমতাবস্থায়, বর্ণিত সূত্র এবং রেগুলেশন মোতাবেক অদ্য ২৭/০৮/২০২৪ খ্রি. তারিখে নিম্নস্বাক্ষরকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন (সহকারী অধ্যাপক) এর স্থলে জনাব মোহাম্মদ শাহেদ মন্নান (সহকারী অধ্যাপক)-কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হলো। তিনি আগামী ২৮/০৮/২০২৪ খ্রি. তারিখ হতে দায়িত্ব পালন করবেন।