আজ ২৭ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় ধলঘাট ইউনিয়নের মুহুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকের আহাসান উল্লাহ বাচ্চুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার এলাকায় লোকজন নৌবাহিনীর পিছনে পিছিয়ে তার পক্ষে -বিপক্ষে বিভিন্ন স্লোগানে দেন। স্থানীয় মেহেদী, আবদুল আজিজ ও হাসান জানান - সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনী এসে অভিযান চালিয়ে অস্ত্র সহ ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাসান উল্লাহ বাচ্চুকে ধরে নিয়ে যায়।
অভিযোগ উঠে-গত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আহাসান উল্লাহ বাচ্চু এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সন্ত্রাস বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়ী ঘের দখল ও ডাকাতিসহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে।
এবিষেয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন- এ বিষয়ে এখনো কাউকে থানায় আনা হয়নি। তবে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি কাউকে আটক করে থানায় সোপর্দ করা হলে বিস্তারিত জানানো হবে।