Advertisement


রাতে মহেশখালী-কক্সবাজার নৌরুটে স্রোতের কবলে পড়ে একাধিক যাত্রী নদীতে পড়ে গেছে

এখনও ২ যাত্রী নিখোঁজ


রকিয়ত উল্লাহ।।
মহেশখালী-কক্সবাজার নৌপথে মহেশখালী আসার সময় বাঁকখালীর মোহনায় প্রবল স্রোতের ধাক্কায় একটি যাত্রীবাহী  গামবোট থেকে  ৪ যাত্রী ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ-সময় তাৎক্ষণিক ভাবে ২জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ২ যাত্রী নিখোঁজ রয়েছে ।

২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪৫ টার দিকে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দুর্ঘটনার কবলে পড়া গাম বোটের যাত্রীরা।

দু ঘটনার কবলে পড়া ঘামবোটের যাত্রী জাহিদুল ইসলাম সাগর জানান- স্রোতের ধাক্কায় ৪জন সাগরে পড়ে গেলে ২জনকে উদ্ধার করা হলেও বাকি ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার ২ জনের মধ্যে ১জনের অবস্থা খুবই খারাপ বলে জানান।  


সূত্রে জানা যায় - মহেশখালীর উদ্দেশ্য সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার ৬নং ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে রওয়ানা দেন। কিছু দুর যাওয়ার পর সাগরের বাঁকখালীর মোহনায় গেলে প্রবল স্রোতের কবলে পড়ে ৪ যাত্রী ছিটকে সাগরে পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে ২ জনকে উদ্ধার করা হলেও আরও ২জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ২জনের মধ্যে উপজেলার হোয়ানকের ধলঘাট পাড়ার মনির নামে একজনের নাম জানা গেলেও আরেক জনের নাম জানা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের টিম যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এখনো কাউকে উদ্ধার করার খবর পাওয়া যায় নি।

এ বিষয়ে চেষ্টা করেও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার বক্তব্য পাওয়া যায়নি।