Advertisement


মহেশখালীতে পাহাড় ধসে পিতার মৃত্যু : কন্যা গুরুতর আহত


রকিয়ত উল্লাহ।।
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ধসে মাটি চাপায় আব্দুস শুক্কুর মনু(৬৫) নামে  এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরতর আহত হয়েছে তার কন্যা মোস্তারী(২০)।  তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা যায়।  


১৯ আগস্ট (সোমবার) সকাল ১০টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়ার ঝাপুয়ার বালাগুনিয়া পাড়ায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।

স্থানীয় বাসিন্দা ও কক্সবাজার জেলা জজকোর্টের আইনজীবী শাহাজাহান ফারুল জানান-আজ সকালে ঘরে ভাত খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে রান্বা ঘরে মাটি চাপা পড়লে মনু নামে একজনের মৃত্যু হয় এবং তার মেয়ে মোস্তারি আহত হয়েছে। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা জানান- পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেওয়ার কথা  জানান।