Advertisement


মহেশখালী জেটির খাল ও কুহেলিয়া নদী খনন দাবিতে মানববন্ধন


জে এইচ এম ইউনুস।।
মহেশখালীর সাড়ে চার লক্ষ মানুষের যাতায়াতের পথ গোরকঘাটা টু ৬ নং জেটিঘাট।প্রতিবছর বর্ষা মৌসুম শেষে জেটিঘাট সংলগ্ন নদী পথ ভরাট হয়ে যাতায়াত দুর্ভোগের শিকার হয় এই দ্বীপাঞ্চলের মানুষ। এমারজেন্সি রোগী আটকে পড়ে যায় জেটিঘাটে, জোয়ার আসা পর্যন্ত অপেক্ষার প্রহর গুণতে হয় বৃদ্ধসহ নারী শিশুদের। অন্য দিকে মহেশখালী ঐতিহ্যবাহি একটি নদীর নাম কুহেলিয়া নদী, যা আজ মৃত্যুর দরজায় কড়া নাড়তে শুরু করেছে। দিনদিন দখলের প্রতিযোগিতায় রয়েছে নদীর দু- পাড়। কিছু অসাধু সিন্ডিকেট বনবিভাগের কিছু কর্মকর্তাকে হাতে নিয়ে এই দখল কাজ চালিয়ে যাচ্ছে। প্রকল্পের ময়লা আবর্জনা নিয়মিত ফেলানো হচ্ছে কুহেলিয়া নদীতে। এতে নদী ভরাটের পাশাপাশি পরিবেশের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে। যার দরুন এই ঐতিহ্যবাহি নদীটি মৃত্যুর দরজায় এসে দাড়িয়েছে। তাই নদীর খননের দাবী ও পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে ২২ সেপ্টেম্বর ২৪ ইংরেজি পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, বি পি আই মহেশখালী শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ধরার মহেশখালী উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হোবাইব সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ধরার মহেশখালী উপজেলা আহ্বায়ক সাংবাদিক ইউনুস, এশিয়ান টেলিবিশনের মহেশখালী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক ফুয়াদ মুহাম্মদ সবুজ, সাংবাদিক ইমরান নজির, সাংবাদিক ইয়াছিন আরফাতসহ বিভিন্ন সমাজিক নেতৃবৃন্দ। বক্তরা কুহেলিয়া নদী দখলমুক্ত। মহেশখালী জেটিঘাট খনন সহ সকল প্রকার নদী সচল করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছে।