Advertisement


মহেশখালীর গুণী শিক্ষক শামীমা আখতার


প্রেস বিজ্ঞপ্তি।।
প্রথমবারের মতো চালু হওয়া গুণী শিক্ষক বাছাই -২০২৪ , মহেশখালী উপজেলা নির্বাচিত হলেন লাল মো.সিকদার পাড়া সপ্রাবি এর সম্মানিত,সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শামীমা আখতার (Shamima Shamim)।

গত ১৯ সেপ্টেম্বর,২০২৪ খ্রি.তারিখ রোজ বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশখালী এর কার্যালয়ে নির্ধারিত বাছাই কমিটি কর্তৃক তিনি নির্বাচিত হন।
কর্মঠ,প্রাণোচ্ছ্বল,সরল,বন্ধুবৎসল, অমায়িক এই মানুষটি সত্যিই বহু গুণের অধিকারী।
একজন গুণী শিক্ষকের যেসব বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় তার প্রায় সবগুলোই উনার মধ্যে বিদ্যমান।
উনার বিশেষ গুণের কিছু নিম্নে উল্লেখ করছি:

*পাঠদানে পটু, খুবই আন্তরিক(করোনাকালী অনলাইনে দেখেছেন)
*প্রাণবন্ত উপস্থাপনা
*গানে সুকণ্ঠী
*উপস্থিত অভিনয়
*করোনা কালীন সুন্দর কবিতা আবৃত্তি শুনেছি
*ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে (বই, পত্রিকায়)
*প্রবন্ধ লিখেছেন প্রাথমিক শিক্ষা নিয়ে।
 সবচেয়ে বড় কথা হলো তিনি আমার দেখা একজন সাহসী,সৎ, খাঁটি, মানবিক মানুষ।
এমন একজন যোগ্য মানুষকে গুণী শিক্ষক বাছাই করে সঠিক প্রাপ্য স্বীকৃতি দেয়ায় দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই।
আগামীর পথচলা কন্টকমুক্ত হোক বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অর্জন করা এই অপ্রতিরোধ্য ব্যক্তিত্বের।