Advertisement


নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল: জনপ্রশাসন সচিব


বিশেষ সংবাদদাতা।।
সদ্য নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।


বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মোখলেসউর রহমান বলেন, “একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।”

মোখলেস উর রহমান বলেন, “নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে।”

যেসব জেলার ডিসির নিয়োগ বাতিল

লক্ষীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ীর জেলায় সদ্য পদায়ন করা ডিসিদের নিয়োগ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তার অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন।