Advertisement


মহেশখালীর জন্য পদায়ন হওয়া ইউএনও উজালা রানীর নিয়োগ বাতিলের দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের মহেশখালী উপজেলার জন্য সদ্য বদলীর আদেশপ্রাপ্ত কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উজালা রানী চাকমার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সাধারণ ছাত্র-জনতা উপর হামলার অভিযোগ এনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র সমাজ। ৩১ অক্টোবর বিকাল ৪ টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ছাত্র সমাজের মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজারের ছাত্র সমাজের প্রতিনিধি জুনাইদ হোসাইন, সাহেদ মোহাম্মদ লাদেন, মহেশখালী ছাত্র প্রতিনিধি মোঃ নোমান ও সাজ্জাদ। মানববন্ধনে তারা বলেন- মহেশখালী উপজেলার জন্য সদ্য বদলি হওয়া ইউএনও উজলা রাণী চাকমা কুমিল্লার মনোহরগঞ্জ এর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন কালে জুলাই বিপ্লবের কুমিল্লার সাধারণ ছাত্রদের উপর হামলার হুকুমদাতার হিসাবে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে কুমিল্লার সাধারণ ছাত্র-জনতা মনোহরগঞ্জ এর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার জন্য মানববন্ধন ও বিক্ষোভ করেন।এমন একজন আওয়ামী লীগের দোসর কর্নকর্তাকে মহেশখালীর সাধারণ মানুষ চাই না। তাই তাকে মহেশখালী থেকে অন্যত্রে বা ওএসডি করে রাখুক। তা না হয়ে মহেশখালীতে বদলি হয়ে আসলে আমাদের ছাত্রসমাজের লাগাতার  আন্দোলন অব্যাহত থাকবে।

ছাত্র সমাজের মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজারের ছাত্র সমাজের প্রতিনিধি জুনাইদ হোসাইন, সাহেদ মোহাম্মদ লাদেন,সাঈদ স্বাধীন,সাইফুল ইসলাম বাপ্পা,খোরশেদ, এবং মহেশখালী ছাত্র প্রতিনিধি মোঃ নোমান সাজ্জাদসহ বিভিন্ন স্কুল- কলেজ,মাদ্রাসার সাধারণ ছাত্ররা।