প্রেস বিজ্ঞপ্তি।। বাংলাদেশ প্রাথমিক স্কুল আদর্শ শিক্ষক পরিষদ মহেশখালী উপজেলা কমিটি গঠিত হয়েছে৷ এ উপলক্ষ্যে এক সভা অদ্য ১৫/১০/২০২৪ খ্রিঃ নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশখালী উপজেলা (দক্ষিণ) আমীর মাস্টার শামীম ইকবাল। প্রধান বক্তা বাংলাদেশ প্রাথমিক স্কুল আদর্শ শিক্ষক পরিষদ কক্সবাজার জেলা সভাপতি মাস্টার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক স্কুল আদর্শ শিক্ষক পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আখতার হোছাইন।
সভায় বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রবিউল হোছাইনকে সভাপতি এবং হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন মানিককে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ মহেশখালী উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।