প্রেস বিজ্ঞপ্তি।। মঙ্গলবার দুপুর দুই টার সময় আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মুনঈম সাহেবের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মহেশখালী পৌরসভার অন্তর্গত দক্ষিণ পুঠিবিলা খালেদ বিন ওয়ালিদ (রা.) মাদ্রাসায় সৃষ্ট ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং আগামীতে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি এবং সেক্রেটারী মহুদয়ের পরামর্শে এবং নির্দেশে একটি কার্যকর বাস্তবমুখী সিদ্ধান্তে উপনীত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে জনাব সভাপতি মহুদয় সকলকে সালাম ও মোবারকবাদ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।