Advertisement


চকরিয়ায় বাস ও টেক্সির মুখামুখি সংঘর্ষে শিশুর মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ায় ফাসিয়াখালী অংশে জড়ঝড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় বাস ও সিএনজি মুখামুখি সংঘর্ষে ৮ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ একাধিক ব্যক্তি।

সূত্র জানায়- সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টার সময় চট্রগ্রাম থেকে কক্সবাজারের দিকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে চকরিয়া অভিমুখে আস আপর একটি যাত্রীবাহী সিএনজি চালিত টেক্সির সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় টেক্সিটির চালকসহ ৫ যাত্রী গুরতর আহত হয় বলে জানা যাচ্ছে।

প্রক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান- "বাস ও টেক্সির মুখামুখি সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি। আহতদের মধ্যে একজনের অবস্থা খুব আশংকাজনক। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।"

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত শিশুকে উদ্ধার করেছেন বলে জানা গেছে।