অভিযান সূত্রে জানা গেছে- মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আওতাধীন লম্বাঘোনা বাজার এলাকায় একটি স্পটে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইন থেকে হুকিং এর মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিলো। মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস বিষয়টি জানার পর তা মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক ত্রিপুরাকে জানান। পরে ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টার দিকে ম্যাজিস্ট্রেট দিপক ত্রিপুরার নেতৃত্বে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল ছোট মহেশখালীর ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে বৈদ্যুতিক মালামাল ক্ষতিগ্রস্ত করা ও বিদ্যুৎ সরবরাহ লাইনে বাধা সৃষ্টির অপরাধে এক জনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড পাওয়া ওই ব্যক্তি স্থানীয় জনৈক শামশুল ইসলাম এর পুত্র আরিফুর ইসলাম, আরিফুর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদার এর পরিবারের সদস্য বলেও জানা গেছে।