Advertisement


সাংবাদিক কন্যা মায়েশমনি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন


বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের অন্যতম কেন্দ্র, কক্সবাজার আইডিয়াল ট্রাষ্ট পিইসি মেধাবৃত্তি-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইডিয়াল ট্রাষ্ট পিইসির পেইজে প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভি ও আমাদের সময় মিডিয়া গ্রুপের কক্সবাজার জেলা প্রতিনিধি এবং দৈনিক কক্সবাজার সংবাদ'র বার্তা সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলের বড় মেয়ে মায়েশ রহমান হিশমা। মায়েশমনি কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউটের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী। হিশমামনি'র এমন সাফল্যে শহীদ তিতুমীর ইনস্টিটিউট পরিচালক, প্রধান শিক্ষক, সকল শিক্ষক মন্ডলীসহ শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা জানিয়েছেন মায়েশ মনির মা-বাবা। এসময় তাদের মেয়ের উত্তরোত্তর সফলতার জন্য সকলের কাছে দোয়া কামানা করেন হিশমা মনির মা রহিমা আক্তার নূরী। মায়েশমনি জানান, তিনি বড় হয়ে চিকিৎসক হিসেবে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে চায়। এজন্য তার শিক্ষকসহ সকলের কাছে দোয়া চেয়েছেন মায়েশমনি। উল্লেখ্য, মায়েশমনি রামুর কচ্ছপিয়া ইউনিয়ের তিতার সম্ভ্রান্ত পুলিশ পরিবারের নাতি।