নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের পাঠকপ্রিয় দৈনিক কক্সবাজার সংবাদ এর প্রথম পর্বের প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে শহরের কলাতলীস্থ হোটেল সানসেট বে রিসোর্টের সম্মেলন কক্ষে এ প্রতিনিধি সভা সম্পন্ন হয়। সভায় পত্রিকাটির সম্পাদক এম. আমান উল্লাহ বলেন- সকল প্রতিনিধি আন্তরিক ভাবে কাজ করার ফলে দৈনিক কক্সবাজার সংবাদ খুব দ্রুত সময়ে পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে, আমরা আগামীতে আরও বেশী পাঠকের কাছাকাছি যেতে চাই। জেলার প্রত্যন্ত এলাকার পাঠকের সাথে সেতুবন্ধন করতে চায় দৈনিক কক্সবাজার সংবাদ। এ নিয়ে তিনি প্রতিনিধিদেরকে আগামীতে আরও বেশী গতিশীল উপায়ে কাজ করার পরামর্শ দেন।
দৈনিক কক্সবাজার সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক মঈনুল হোছাইন এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি পত্রিকাটির সম্পাদক এম. আমান উল্লাহ ছাড়াও দিকনির্দেশনামূলক আলোচনা করেন বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন। আলোচনায় অংশ নেন দৈনিক কক্সবাজার সংবাদ এর বার্তা সম্পাদক, হাবিবুর রহমান সোহেল, নাগরিক টিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম। প্রতিনিধি সভার এ পর্বে আলোচনায় অংশ নেন ঈদগাহ প্রতিনিধি কাউছার উদ্দিন শরীফ, সদর এলাকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন, মিজানুর রহমান, কাজল, মহেশখালী প্রতিনিধি সালাউদ্দিন রতন, ইদগড় প্রতিনিধি এম. শাহজাহান মনির, বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ জোনায়েদ, বিজ্ঞাপন ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল সাইসেট বে রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক হামিদ হাসান।
দৈনিক কক্সবাজার সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক মঈনুল হোছাইন বলেন- প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধিদের সাহসীকতা নিয়ে রিপোর্টিংএ এগিয়ে আসতে হবে, নিজ নিজ এলাকায় প্রতিনিধিদেরকে পত্রিকার একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজ করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন- একেবারে মফস্বল গ্রাম পর্যায়ের মানুষের সুখদুঃখের খবর তুলে আনতে হবে, জেলার সব স্থানে সাধারণ মানুষের দোরগোড়ায় পত্রিকা পৌঁছাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুসন্ধানী খবর তুলে আনতে অফিস থেকে সব ধরণের সহযোগিতা করা হবে এবং শিগগিরই দ্বিতীয় পর্বের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
প্রতিনিধিরা পত্রিকার প্রাণ উল্লেখ করে সম্পাদক এম. আমান উল্লাহ বলেন- "আগামীতে আপনাদের সাথে আরও সভা ও সম্মিলিত আয়োজনের ব্যবস্থা হবে, নিয়মিত কাজ ও বিশেষ প্রতিবেদন তৈরির বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিনিধিদেরকে আগামীতে মূল্যয়ন ও সম্মানিত করা হবে।"