যুগান্তর।। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শেষদিকে বিদেশ থেকে কয়লা আমদানি হলে সংকটের সমাধান হবে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার জানান, সরকারের পক্ষ থেকে সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুত উৎপাদন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ১২শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ আমদানিনির্ভর। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে এবং গত বছর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকল্পটি সমস্যার মুখে পড়েছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, তিন বছরের জন্য কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কিন্তু সাবেক প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বেআইনি সুবিধা দেওয়ার অভিযোগে দরপত্র আহ্বান প্রক্রিয়া ১০ মাস দেরিতে শুরু করেন। এই অভিযোগের ভিত্তিতে আদালতে অপর ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত জুলাইয়ে কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়, যা পরে উচ্চ আদালতে স্থগিত হলেও দীর্ঘমেয়াদে কয়লা আমদানির অনিশ্চয়তা তৈরি হয়।