মাহবুব রোকন।। মহেশখালীতে অবৈধ বন্দুক ও গুলিসহ 'টোনাইয়্যা ডাকাত' নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪০ বছর বয়সী শফিউল আলম ওরফে টোনাইয়্যা ডাকাত উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া এলাকার জনৈক বদিউল আলমের সন্তান। তার বিরুদ্ধে অর্ধ ডজনেরও বেশী মামলা রয়েছে, আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাইছার হামিদ জানান- ২৯ নভেম্বর (শুক্রবার) ভোররাত সাড়ে ৩ টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের আওতাধীন সাতঘর পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার শোবার ঘরের আলমারি থেকে একটি দেশীয় তৈরী লাইটার গান ও বালিশের নিচ থেকে ওই বন্দুকের ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি জানান- অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য দরোজা দিয়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া শফিউল আলম একজন ভাড়াটে সন্ত্রাসী হিসাবে মহেশখালী বিভিন্ন স্থানে চিংড়ীঘের দখল-বেদখলসহ সমুদ্র ও পাহাড়ে দস্যুতার কাজে যুক্ত। তার বিরুদ্ধে মহেশখালী থানাশ অস্ত্র, ডাকাতি, চুরি ও হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। তিনি ২০২১ সালে বিপুল অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখানায় ছিলেন, পরে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
গ্রেফতারে ঘটনায় মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাইটন বাদি হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে, মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) হারুন। তাকে আদালতে উপস্থাপন করে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে ওসি জানিয়েছেন।
ওসি জানান- অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য দরোজা দিয়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া শফিউল আলম একজন ভাড়াটে সন্ত্রাসী হিসাবে মহেশখালী বিভিন্ন স্থানে চিংড়ীঘের দখল-বেদখলসহ সমুদ্র ও পাহাড়ে দস্যুতার কাজে যুক্ত। তার বিরুদ্ধে মহেশখালী থানাশ অস্ত্র, ডাকাতি, চুরি ও হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। তিনি ২০২১ সালে বিপুল অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখানায় ছিলেন, পরে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
গ্রেফতারে ঘটনায় মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাইটন বাদি হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে, মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) হারুন। তাকে আদালতে উপস্থাপন করে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে ওসি জানিয়েছেন।