নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের অধিকার রক্ষার দাবীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিকট স্মারকলিপি প্রেরণ করেছেন মহেশখালী জন সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমাকে মাধ্যম করে এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, মহেশখালী দ্বীপে চলমান পরিবেশ বিধ্বংসী কাজ যেমন- প্যারাবন কাটা, পাহাড় ও বন কাটা, কৃষি জমি ধ্বংস, নদী হত্যা দ্রুত বন্ধের দাবী জানানো হয়। চলমান মেগা প্রকল্পে দ্বীপের ৫ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়৷ কিন্তু জমির ন্যায্য মূল্য, ক্ষতিপূরণ, পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণসহ অন্যান্য সুবিধা মিলেনি সেখানকার মানুষের। এছাড়াও অধিগ্রহণকৃত জমির কারণে লবন, মাছ, কাকড়া চাষে নিয়োজিত ১৫ হাজার মানুষ কর্ম হারিয়েছে। অপরদিকে প্রকল্পের বর্জ্য ও নদীর উপর রাস্তা নির্মাণের কারণে ভরাট হয়েছে কোহেলিয়া নদী। ফলে ২ হাজার ২’শ জেলে কর্মহীন হয়েছে, আবার অনেকে এলাকা ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে চলে গেছে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, প্রকল্প এলাকা বিশেষ করে ধলঘাটা-মাতারবাড়িতে সুপেয় পানির স্থর নীচে নেমে গেছে। আর টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গছে এখানকার মানুষের ঘরবাড়ি, বিনষ্ট হচ্ছে সম্পদ। এদিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় ৪৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়। দীর্ঘ বছর গেলেও ৬টি পরিবারের ভাগ্যে ঘর জুটেনি। আর কর্তৃপক্ষ রেজিঃকবলা সম্পাদন করেনি পূনর্বাসনকৃত ঘর গুলোর।
মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মৌলানা মোঃ মহসিন বলেন, “মহেশখালীর মানুষের লুট হওয়া অধিকার ফিরিয়ে আনার দাবীতে প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি প্রদান করেছি।”
এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী জন সুরক্ষা মঞ্চের সাধারন সম্পাদক মোঃ মহসিন, সহ সাধারন সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, অর্থ সম্পাদক আফছারা খানম বিউটি, দপ্তর সম্পাদক মোস্তফা বেগম, সংবাদ কর্মী রকিয়ত উল্লাহ, নির্বাহী সদস্য সিরাজুল মোস্তফা রুবেল, আ ন ম হাসান, সদস্য জাহাঙ্গীর আলম, পরিবেশ কর্মী এনামুল হক, মো ছাবের ও দিদার।