Advertisement


কালারমার ছড়ায় কোস্ট গার্ড এর 'সাজানো নাটক' দাবি করে এলাকাবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ

আটককৃতদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে


বিশেষ প্রতিনিধি।। মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলাসহ যুবদল নেতা জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। এদিকে এ ঘটনার পর শত শত নারী-পুরুষ সড়কে নেমে পড়ে ঘটনাটি মিথ্যা ও সাজানো নাটক দাবি করে বিক্ষোভ করতে থাকেন, করছেন প্রতিবাদ সভাও। দ্রুত আটককৃতদের মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় সভা থেকে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বভাবিক করতে কাজ করছে পুলিশ।


লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন- “মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে— এমন তথ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে এ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয়। "

তিনি আরও বলেন- আটককৃতরাসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে সকালে এ অভিযানের পর এলাকার বিক্ষুব্ধ জনতা মহেশখালীর প্রধান সড়কের কালারমার ছড়া অংশে নেমে আসেন। এই অভিযানের ঘটনাটি 'পরিকল্পিত ষড়যন্ত্র ও সাজানো নাটক' উল্লেখ করে ইউনিয়নটির বিভিন্ন স্থানে মাইকিং করে ঘটনার প্রতিবাদ জানাতে লোকজনকে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়। শত শত নারী-পুরুষের সড়ক অবরোধ ও প্রতিবাদ বিক্ষোভের পটভূমিতে প্রধান সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধটি এক পর্যায়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবাদ সভা চলছিলো। সভা থেকে আটককৃতদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়, দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় সমাবেশ থেকে।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) কায়সার হামিদ জানান- কোস্ট গার্ডের একটি ইউনিট মহেশখালীতে অভিযান চালায়, অভিযানের সময় মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের একটি টহল দলকে সাথে নেয় কোস্ট গার্ড। আটককৃতদের কোস্ট গার্ডের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বভাবিক করার চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের সাথে কথা বলে যান চলাচল মোটামুটি স্বভাবিক করা হয়েছে। সড়কে তারা প্রতিবাদ সভা করছে।

[ খবরের আরও বিস্তারিত আসছে ]
মাহবুব রোকন