Advertisement


চট্টগ্রামে বসবাসরত মহেশখালীর ফয়সালকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ৮ নভেম্বর মহেশখালীর সব খবরের অনলাইন নিউজ পোর্টালে 'ফেসবুক গ্রুপে পরিচয়: মহেশখালীর ফয়সালের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব দিনাজপুরের নারী' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বর্তমানে দেশের বাহিরে অবস্থানরত মহিউদ্দিন ফয়সাল।

সংবাদে দেয়া তথ্য সম্পূর্ণ মিথ্যে দাবি করে প্রতিবাদ লিপিতে ফয়সাল জানিয়েছেন- কোনোরকমের তথ্য প্রমাণ ছাড়া দিনাজপুরের রোকসানা আক্তার স্মৃতি নামের ওই নারীকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমার এসএসসি-৯৯ ব্যাচ এর কিছু বন্ধু্। মূলত: আমাকে সামাজিকভাবে হেয় করত করতে তাঁরা উঠেপড়ে লেগেছে। কাজেই আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

শুধু তা-ই নয়, ওই রোকসানা নামের ওই নারী সুদর্শন যুবকদের টার্গেট করে বহু লোকের সাথে প্রতারণা করার বহু প্রমাণ রয়েছে৷ একটি প্রতিপক্ষ সাজানো নাটকের মাধ্যমে ওই নারীকে আমার বাড়িতে পাঠিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

কুচক্রী মহলটি আমার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য দিনাজপুরের ওই নারীকে মহেশখালী থানায় পাঠালেও থানা কতৃপক্ষ উপযুক্ত দালিলিক কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগ গ্রহণ করেনি৷ তাছাড়া- ওই মেয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছাড়া অর্থনৈতিক লেনদেনসহ কোনোরকমে সম্পর্ক নেই, যে ব্যক্তিগত পরিচয় আমার এসএসসি-৯৯ ব্যাচ এর অনেকের সাথেও রয়েছে৷ ফয়সাল বলেন- সবশেষে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারিনা বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।