প্রেস বিজ্ঞপ্তি।। মহেশখালী উপজেলার শিক্ষা সহায়ক মানবতার সংগঠন RB24 ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত "RB24 মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা ২০২৪ প্রথমবারের মতো সম্পন্ন হয়েছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের সহযোগিতায় এক বছরের লেখাপড়ার খরচ।
শনিবার, ৩০ শে নভেম্বর সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত মহেশখালী কলেজ ও কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে এই দুটি কেন্দ্রে একইসময় উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের (১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর) এর ৬১৮ জন ছাত্র/ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
বৃত্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন.. মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশন ভূমি দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ, ওসি তদন্ত তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, অস্ট্রেলিয়ান প্রবাসী ও RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, প্রথম আলো পত্রিকার মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাহিম শাহরিয়ার শাওন, কক্সবাজার কোটের আইনজীবী এডভোকেট শাহাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর মানিক, সমাজসেবক আব্দুল মান্নান, সমাজসেবক আব্দুল মালেক, সমাজসেবক সাদ্দাম হোসেন'সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।
এইসময় RB24 ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মহেশখালী উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পী কেন্দ্রে আগত এবং এই বৃত্তি পরীক্ষার জন্য যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে আগামী ৫ থেকে ১৫ ই ডিসেম্বর এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
এতে কেন্দ্র নাম্বার- ০১ মহেশখালী কলেজ কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ মান্নান ও হল সুপার প্রভাষক ওয়াকার উদ্দিন, প্রভাষক মোস্তফা কামাল সোহাগ'সহ ২০ জন হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন। কেন্দ্র নাম্বার-০২ কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু তাহের, হল সুপার হিসেবে ছিলেন খোন্দকারপাড়া আল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিক নুরী, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক কামাল উদ্দিন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর হামিদ'সহ ১২ জন হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য- পরীক্ষায় অংশ নেয়া ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
RB24 মেধাবিকাশ বৃত্তি পরীক্ষায় বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে এম.কে রোফিং অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এবং RB24 ফাউন্ডেশন উপদেষ্টা ফয়সাল আমিন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের সহযোগিতায় এক বছরের লেখাপড়ার খরচ। এসময় তিনি বলেন আমরা মহেশখালী থেকে যারা মেধাবী তাদেরকে বাছাই করব এবং তাদেরকে আমরা এক বছরের ফ্রী লেখাপড়া করার ব্যবস্থা করব। আমি মনে করি এই উদ্যোগের মধ্য দিয়ে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও বা অভিভাবকদের মধ্যেও একটি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। আমার বিশ্বাস এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থী পড়ালেখায় মনোযোগী হবে।