Advertisement


ধলঘাটায় ৬১৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাবে উচ্ছেদ আতংকে ১ হাজার পরিবার


রকিয়ত উল্লাহ।।
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সম্প্রসারণের জন্য নতুন করে ধলঘাট ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬১৩ একর জমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেষ্টা  চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান ইতিমধ্যে কক্সবাজার ডিসি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে কয়েকজন এসে বিভিন্ন এলাকা ঘুরে সার্ভে জরিপ করেছে বলে জানান।  এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে বসত ভিটা উচ্ছেদ আতংকে রয়েছে প্রায় ১ হাজার পরিবার।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান, কালু,জমির নুরুল আফছার,আবুল বশর,আলী আজগর, আব্দুল হামিদ, ছাবের আহমেদসহ আরও বেশ কয়েকজন বলেন- কক্সবাজার এলও অফিসের কর্মচারী পরিচয় দিয়ে কয়েকজন লোক এসে বন্দর সমপ্রসারণের পরিধি বাড়ানোর জন্য নতুন করে ৬১৩ একর জায়গা অধিগ্রহণ করা হবে বলে সার্ভে করতে আসলে আমরা বাঁধা দিই। তারা নাছির মোঃ ডেইল,মুহুরি ঘোনা,বন জামিরা ঘোনা, বুড়ির পাড়া, উত্তর সুতিরিয়া এলাকায় ৬১৩ একর জমি অধিগ্রহণ করবে বলে জানান।

এনিয়ে গত ৮ ডিসেম্বর  স্থানীয় ধলঘাটা ভূমি রক্ষা আন্দোলন কমিটি ও মহেশখালী জন সুরক্ষা মঞ্চের ব্যানারে পৃথক পৃথক ভাবে শতশত নারী-পুরুষ নাছির মোহাম্মদ ডেইলে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। সেখানে তারা তাদের জীবন জীবিকার উপর আর হস্তক্ষেপ  ও এক ইঞ্চি জায়গাও দিবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুশিয়ারি দেন তারা।

প্রতিবেদক সরেজমিনে গিয়ে  ধলঘাটার উত্তর সুতরিয়ায় দেখা হয় স্থানীয় বাসিন্দা মোঃ আলম, তুফান, হামিদ শাওন, তৌহিদ,নাজেমসহ কয়েকজনে সাথে। তারা বলেন নাছির মোঃ ডেইল,মুহুরি ঘোনা,বন জামিরা ঘোনা, বুড়ির পাড়া, উত্তর সুতিরিয়ায় প্রায় ১ হাজার পরিবার বসবাস করে। সেখানে ভিটেজমি, মসজিদ,মাদ্রাসা কবরস্থান সহ লবণ চাষের জমি রয়েছে। জমি গুলো নতুন করে অধিগ্রহণ করলে আমাদের মাথা গুজার টাই থাকবে না।তাই আমরা সরকারের কাছে অনুরোধ নতুন করে কোন জমি অধিগ্রহণ করে আমাদের প্রায় ১ হাজার পরিবারকে বসতভিটা হারা করবেন না।
ধলঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল বলেন - নতুন করে ৬১৩ একর অধিগ্রহণ করবে বলে নতুন করে এলাকার মানুষের কাছে শুনেছি। তবে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ অবগত করেনি।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্লাহ বলেন- অধিগ্রহণের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি এবং তারা একটি মানববন্ধনও করেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।