নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাবলসাজাপ্রাপ্ত সহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন এর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম, এসআই রাইটন সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তাকৃতরা হলো, শাপলাপুর দিনেশপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে মোঃ আবদুল্লাহ (৪২), কালারমারছড়ার উত্তর নলবিলা এলাকার আহমদ মিয়ার ছেলে নুর উদ্দিন (৪৫), জয়নাল আবেদীন (৪৭)। গতকাল সোমবার বিকাল ৫টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাটিয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।