Advertisement


সাবেক এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিএনপির বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র‍্যালী


বার্তা পরিবেশক।। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বিজয় র‍্যালী করেছে মহেশখালী উপজেলা বিএনপি। বিজয় র‍্যালীর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

১৬ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২ টায় বড় মহেশখালী নতুন বাজার মাঠ হতে ৬-৭ হাজার নেতাকর্মী নিয়ে দীর্ঘ এক কিলোমিটারের বর্ণাঢ্য র‍্যালীটি মহেশখালী উপজেলা চত্বরে জড়ো হয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

র‍্যালীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে স্লোগানে উজ্জ্বীবিত ছিল নেতাকর্মীরা।

র‍্যালী শেষে উপজেলা চত্বরে বিজয় সভায় বিএনপির সভাপতি রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ স ম জাহেদুল হক নাহিদ ও ছাত্রদল আহ্বায়ক তারেক রহমান জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ২ বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিউল আলম, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ছোট মহেশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা চেয়ারম্যান, কালারমার ছড়া বিএনপির সভাপতি ইকবাল বাহার চৌধুরী, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুল হক বিএ, হোয়ানক বিএনপির আহ্বায়ক রমিজ আলম, শাপলাপুর বিএনপির সভাপতি গোলাম কাদের মেম্বার, বড় মহেশখালী বিএনপির সাধারণ সম্পাদক দলিলুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কমিশনার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন রতন, কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, হোয়ানক বিএনপির সদস্য সচিব মৌ: ফোরকান আহমদ, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসেকুল ইসলাম মাসুদ, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজবাহন উদ্দীন মুজিদী মেম্বার, গোলাম কাদের মাস্টার, ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাহামত আলম মেম্বার,
বড় মহেশখালী বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনছার উল্লাহ বিএ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ডালিম, যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহফুজ, যুবদল নেতা আব্দুল মতিন, মোক্তার আহমদ, এম.আবুল কাশেম, ইমতিয়াজ হাসান, ইয়াছিন আরাফাত, মিজানুর রহমান, নুরু নবী, আনচারুল করিম, জহিরুল ইসলাম,শাহেদ খান,আবুল হোসেন, আব্দুল আজিজ, মোর্শেদ খান আজিজ, আবু ইউসুফ, শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, আবুল কালাম, আলী আকবর, মো: শাহিন, নুরুল ইসলাম শাওন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমন চৌধুরী,  যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহেদ হাসান জিসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব আলা উদ্দিন নাইম, মহেশখালী কলেজ ছাত্রদল সভাপতি একরামুল হক, ছাত্রদল নেতা আজমল হাসান, তারেক ইলাহী, উপজেলা কৃষকদলের আহবায়ক জসিম উদ্দিন,  সদস্য সচিব আজিজুর রহমান, পৌর কৃষক দলের আহবায়ক জাহেদুল আলম তৌফিক,  জাসাচের সভাপতি মিজবাহ উদ্দিন, তাতিদলের সভাপতি ইসমাইল হাসান প্রমুখ।