Advertisement


কক্সবাজারে নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে অধিকার


নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারে মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও অপরাধীদের বিচারের সম্মুখীন কর স্লোগানে র‍্যালী ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। 

১০ ডিসেম্বর (মঙ্গলবার) মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধন ও র‌্যালিতে অংশ নেন গুমের শিকার পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতা ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল ১১টায় কক্সবাজারের গুম গাছতল মোড় থেকে র‍্যালী বের হয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালের সামনে একটি মানববন্ধনে যুক্ত হন তারা।

মানবাধিকার সংগঠন অধিকারের কক্সবাজারের এইচ আর ডি রকিয়ত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও মানবাধিকারকর্মী স.ম ইকবাল বাহার চৌধুরী বলেন-বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানবাধিকার লঙ্ঘন করে গুম, খুনসহ নানা অপরাধ কর্মকাণ্ড করেছে। সেই কর্মকাণ্ডগুলো অধিকার রিপোর্ট করার কারণে তাদের উপরও জেল জুলুমসহ তাদের কার্যক্রম বাতিল করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। তাই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আর কোন মানবাধিকার লঙ্ঘন না হয় এবং যারা মানবাধিকার লঙ্ঘন করেছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দাবি জানান।

মানববন্ধনে কর্মসূচিতে অংশ নিয়ে গুমের শিকার মহেশখালী উপজেলার কালারমার ছড়ার বাসিন্দা ভিকটিম আয়ুব আলীর ভাগিনা ইয়াছিন আরাফাত বলেন- আমার মামাকে আইনশৃংখলা বাহিনী ঘর থেকে ধরে ৯দিন গুম করার পর পাহাড় থেকে  অবৈধ অস্ত্র দিয়ে আটক দেখিয়ে ফাঁসিয়েছে। এই মামলা এখনো চালাতে হচ্ছে। আমরা মামলাগুলো প্রত্যাহারসহ যারা এ কাজে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।   

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্যে চট্টগ্রাম জজকোটের্র শিক্ষানবিশ আইনজীবী ও শাপলাপুর আলীম মাদ্রাসার প্রভাষক মানবাধিকারকর্মী বদিউল আলম বলেন -যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে অধিকার পূর্বের মতো মানুষের পাশে দাঁড়াবে- সেই প্রত্যশা করছি।

কক্সবাজার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ছৈয়দ নোমান বলেন-যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্রেরা প্রতিবাদ করবে এবং মানবাধিকার লঙ্ঘন রুখে দেওয়ার জন্য কাজ করবে বলে জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন - মানবধিকার কর্মী ডলি সুলতানা, সাংবাদিক তারেক আজিজ,আজিম সোলতান, এমরুল এহেসান, ইমরান নাজির, নুরুল ইসলাম, নুর নবী প্রমূখ।