Advertisement


কক্সবাজার এরশাদুল উলূম নূরানী মাদ্রাসা ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার হিফয সমাপনী অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজার পৌরসভা টেকপাড়া সড়কের অত্যাধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এরশাদুল উলূম নূরানী মাদ্রাসা ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ০৫ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর টেকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাওলানা নুরুচ চোবাহান সাহেব।

তিনি বলেন শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতলী সৈকত পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নুরুল মোস্তফা সাহেব।

মাদ্রাসার পরিচালক মাওলানা কফিল বিন আমির সাহেব ও হাফেজ কায়দা আজম এর সভাপতিত্বে এবং মাওলানা রুহুল মতিন এর উপস্থাপনায় ০১ জন হিফয সম্পন্নকারীকে পাগড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সবক প্রদান করেন বাংলাদেশ তাহ্ফিজুল কুরআন সংস্থার সম্মানিত প্রধান বিচারক  মাওলানা মুফতি সোলাইমান কাসেমী সাহেব।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইমুন আমিন, আবুল কালাম সাওদাগর, কবির আহমদ সাওদাগর, মোস্তাক আহমেদ সাওদাগর ও মনির হোসেন সাওদাগর।

এরশাদুল উলূম নূরানী মাদ্রাসা ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক সহ গন্য মান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের পদচারণায় মূখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গণ।যোগ্য ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে প্রতিটি জনপদে এরশাদুল  উলূম নূরানী মাদ্রাসা ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার মতো প্রতিষ্ঠান গড়ে উঠুক- এমন প্রত্যাশা সবার।