Advertisement


মহেশখালীর কালারমার ছড়া ইউনুছখালী মাইজপাড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন


আমিনুল হক।।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনুছখালী মাইজপাড়া এলাকায় উন্নয়ন যাত্রা সামাজিক কল্যাণ সংগঠনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে।

গত ৬ ডিসেম্বর (শুক্রবার)  রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কালারমারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও উন্নয়ন যাত্রা সামাজিক কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা  ওসমান গনি ওসমান।  উদ্বোধক হিসেবে উপস্থিত  ছিলেন,বিশিষ্ট শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন খোকন। বিশিষ্ট সমাজ সেবক এনামুল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার এসআই আল আমিন, এসআই মহিউদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ফরহাদ, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা রেজাউল করিম, ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি শফিউল করিম (শাকিল),  বিশিষ্ট সমাজ সেবক তারেকুল ইসলাম, মহেশখালী কলেজের ক্রীড়া শিক্ষক  আমিনুল হক। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষে মোহাম্মদ রুবেল, আসিফ করিমুল হক  জিহান ও তহিদুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে শিক্ষক সাংবাদিক ও ক্রীড়াবিদ আমিনুল হকের টিম মহেশখালী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এমকেএসপি) ২-০ সেটে হোয়ানক টিমকে হারিয়ে শুভ সূচনা করেন। এমকেএসপি টিমের হয়ে খেলেছেন মহেশখালী থানার পুলিশ (অপারেটর) একরাম ও আলা উদ্দিন।