বুধবার উপজেলা মিলনায়তনের টিডিসি হলে প্রনোদনা বিতরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। পরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বোরো ও আউশ ধানের বীজ, প্রয়োজনীয় সার ও হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন- এবার মহেশখালীতে প্রায় ৭ হাজার হোক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। সে লক্ষ্যে আউশ ধানের চাষের জন্য মহেশখালী উপজেলার ৪ হাজার উপকারভোগী কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল বীজ ধান এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হচ্ছে। ২০২৪- ২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের এ বীজ ও সার দেয়া হচ্ছে।
সভায় বিজ্ঞানভিত্তিক চাষের প্রতি গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্ বলেন- কৃষিগণ হচ্ছেন অর্থনীতির প্রাণ, প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে কৃষকরা রাষ্ট্রের জিডিপিতে বড় অবদান রাখতে পারেন। তিনি আশা করেন রাষ্ট্রের এ প্রনোদনার মাধ্যমে মহেশখালীর কৃষকরা আগামীতে আরও বড়ো সফল্য ঘরে তুলতে পারবেন।