Advertisement


মহেশখালীতে ৫ হাজার কৃষককে প্রনোদনা দিলেন সরকার


নিজস্ব প্রতিবেদক।। এবার মহেশখালীর কৃষকদেরকে বড় ধরনের সরকারি প্রনোদনা দেওয়া হয়েছে। মহেশখালী উপজেলায় ৫ হাজার কৃষকের মাঝে এ প্রনোদনা দেওয়া হয়। প্রনোদনার অংশ হিসেবে উচ্চ ফলনশীল ধানের বীজ, সার এবং হাইব্রিড ধানের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার উপজেলা মিলনায়তনের টিডিসি হলে প্রনোদনা বিতরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। পরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বোরো ও আউশ ধানের বীজ, প্রয়োজনীয় সার ও হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। দুপুরে এ  কার্যক্রমের উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।

বিতরণ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন- এবার মহেশখালীতে প্রায় ৭ হাজার হোক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। সে লক্ষ্যে আউশ ধানের চাষের জন্য মহেশখালী উপজেলার ৪ হাজার উপকারভোগী কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল বীজ ধান এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হচ্ছে। ২০২৪- ২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের এ বীজ ও সার দেয়া হচ্ছে।

সভায় বিজ্ঞানভিত্তিক চাষের প্রতি গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্ বলেন- কৃষিগণ হচ্ছেন অর্থনীতির প্রাণ, প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে কৃষকরা রাষ্ট্রের জিডিপিতে বড় অবদান রাখতে পারেন। তিনি আশা করেন রাষ্ট্রের এ প্রনোদনার মাধ্যমে মহেশখালীর কৃষকরা আগামীতে আরও বড়ো সফল্য ঘরে তুলতে পারবেন।