Advertisement


পেকুয়ায় ডাম্পার ট্রাক- অটোরিকশা সংঘর্ষ: স্বামী-স্ত্রীসহ নিহত ৫


মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া ।। কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী স্ত্রী, শিশুসহ ৫জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শিশু। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া উপজেলার আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা গ্রামেন মৃত ছৈয়দ আলমের ছেলে অটোরিক্সা চালক মনিরুল মান্নান (২২),  চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মধ্যম মাদার্শা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), ফিরোজ এর স্ত্রী শাহিন আক্তার (২৮) ও ছেলে জাহেদুল ইসলাম (৬মাস)।

এছাড়া তাদের দুই সন্তান শাহেদ (৭) এবং জান্নাত আক্তার (৪) গুরুতর আহত হয়েছে। তবে নিহত আরো একজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান- সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে- মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও   চালক ও সহকারী পলাতক রয়েছেন।