Advertisement


গোরকঘাটায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার প্রাণ কেন্দ্র গোরকঘাটা বাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ ও ব্যবস্থাপনা ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসীকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

০৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোরকঘাটা বাজারে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দিপক ত্রিপুরা।

এসময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ ও ব্যবস্থাপনা ছাড়া ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ ধারা আইনে মেসার্স রায়হান ফার্মেসীকে ৩০ হাজার টাকা এন.আলম ফার্মেসীকে ৩০হাজার ও  এন.আলম প্লাস ফার্মেসীকে ৪০ হাজার মোট ১লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)র সহকারী রানা বড়ুয়া।

স্থানীয়দের অভিযোগ - মহেশখালীর গোরকঘাটা বাজারে দীর্ঘদিন ধরে ফার্মেসী গুলো ভেজাল,মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ অভিযোগ বিক্রি আসছে।  অবশেষে উপজেলা প্রশাসন আজ অভিযান চালিয়ে কয়েকটি ফার্মোসীকে জরিমানা করা হয়েছে এবং বাকি ফার্মেসীরা তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালিয়ে গেছে।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিপক ত্রিপুরা বলেন- গোরকঘারা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে  এবং মহেশখালীর বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।